Wednesday, April 17, 2019

শিশুর স্বাস্থ্য রক্ষায় কিছু প্রাথমিক চিকিৎসা জেনে নিন

শিশুর স্বাস্থ্য রক্ষায় কিছু প্রাথমিক চিকিৎসা জেনে নিন ;
Children Health 

  শিশুর স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখার জন্য আমাদের অনেক কিছু করনীয় আছে।  চিত্রের মাধ্যমে আমরা সেগুলো জেনে নিই ।
১. আপনার শিশুর যদি পেট পরিস্কার রাখতে চান অর্থাৎ বাচ্চার পেট পরিস্কার রাখতে উপরের চিহ্নিত চিত্রের স্থানটিতে ম্যাসাজ করুন। চিহ্নিত বেগুনী স্থানটিতে।।

 ২. আপনার শিশুর যদি দাতের ব্যাথা ও মাথা ব্যথা হয়। তাহলে বাচ্চাদের দাতের ও মাথা ব্যথা থেকে স্বস্তি দিতে চিত্র চিহ্নিত স্থানে আস্তে আস্তে আলতো করে চাপ দিন। উপরের চিহ্নিত গোলাপি স্থানে।
 ৩. ঠান্ডা লাগার কারণে শিশু যদি কাশে তাহলে উপরের চিহ্নিত স্থানে ম্যাসাজ করুন। তাহলে বাচ্চাটি স্বস্তিবোধ করবে।  উপরের চিহ্নিত নীল অংশে ম্যাসাজ করুন।
 ৪. আপনার বাচ্চা শিশুর পেট ব্যাথা দূর করতে উপরের চিহ্নিত হলুদ অংশে ম্যাসাজ করুন।
৫. বাচ্চাদের সর্দি-কাশি দূর করার জন্য এবং যদি বাচ্চার শ্বাস নিতে কষ্ট হয়,  তাহলে উপরের চিহ্নিত সবুজ অংশে ম্যাসাজ করুন।  তাহলে অনেকটাই স্বস্তিবোধ করবে। 

এই পাচটি টিপস মেনে চললে আপনার শিশুর স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এগুলো প্রাথমিক চিকিৎসা। 

SHARE THIS

Author:

News Real BD - নিউজ রিয়্যাল বিডি - সদা সত্য নিউজ বিডি একটি নিউজ ওয়েবসাইট। আপনাদেরকে নতুন নতুন তথ্য ও সমসাময়িক বিষয়গুলো সততা ও নিষ্ঠার সাথে পৌছিয়ে দেওয়াই সদা সত্য নিউজ বিডি ওয়েবসাইটটির দায়িত্ব। সবসময় আমাদের সাথেই থাকুন। অগ্রীম ধন্যবাদ সবাইকে।

3 comments: