Tuesday, October 22, 2019

কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৯ পালিত


কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
নিরাপদ সড়ক
নিরাপদ সড়ক রেলি ২০১৯"একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না "
এই স্লোগান কে সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় সড়ক দিবস ২০১৯ কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপারের উদ্দেগ্যে উপস্থিত ছিলেন জেলা হাইওয়ে পুলিশ সুপার জনপ্রিয় কন্ঠ শিল্পি এস আই টুটুল ও ছোট ও বড় পর্দার জনপ্রিয় নায়ক রিয়াজ বেলুন উত্তলনের মধ্য দিয়ে রেলির শুভ উদ্ভোদন  করেন জেলা হাইওয়ে পুলিশ সুপার। পুলিশ সুপার তার বক্তব্য বলেন একটু সচেতনাই পারে মানুষকে সারা জীবন সুস্থ করে বাচিয়ে রাখতে। যদি ট্রাফিক আইন মেনে চলেন তাহলে দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে  তারপর জেলার শিল্পকলা একাডেমি মোর হতে বিভিন্ন সংগঠন স্কুল কলেজের ছাত্র/ছাত্রীর একটি বিশাল রেলি বের হয় জেলাপ্রশাষকের কার্য্যালয়ে গিয়ে শেষ হয়


SHARE THIS

Author:

News Real BD - নিউজ রিয়্যাল বিডি - সদা সত্য নিউজ বিডি একটি নিউজ ওয়েবসাইট। আপনাদেরকে নতুন নতুন তথ্য ও সমসাময়িক বিষয়গুলো সততা ও নিষ্ঠার সাথে পৌছিয়ে দেওয়াই সদা সত্য নিউজ বিডি ওয়েবসাইটটির দায়িত্ব। সবসময় আমাদের সাথেই থাকুন। অগ্রীম ধন্যবাদ সবাইকে।

0 Comments: